সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী লরির একটি বগি লাইনচ্যুত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী লরির একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের বন্ধ ট্রেন যোগাযোগ সোয়া তিন ঘণ্টা পর ফের চালু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. খলিলুর রহমান।
তার আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মোমিনছড়া চা বাগান এলাকায় লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।