logo
  • ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭

টঙ্গীতে স্টিল মিলে দগ্ধ একজনের মৃত্যু

  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮
দগ্ধ আগুন মৃত্যু
টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে স্টীল মিলস কারখানার পাঁচ শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের ৯০% ও তিনজনের শরীরের ৫০% এর বেশি পুড়ে গেছে।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গতকাল শুক্রবার গভীর রাতে দুলাল (২৫) নামে  এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর চারটায় মিলগেট এলাকার এসএস স্টিল নাম কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯০% দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০% দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে  গেছেন।

জানা যায়, শুক্রবার ভোর  চারটার দিকে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে শনিবার গভীর রাতে দুলাল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আরটিভি নিউজকে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাদীপক্ষ উপস্থিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়