• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জের দগ্ধদের চিকিৎসায় ঘাটতি নেই, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬
Zulfiqar Lelin,
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক চিকিৎসক জুলফিকার লেলিন বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার তুল্লা জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জুলফিকার লেলিন আরও বলেন, নারায়ণগঞ্জের মসজিদে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এতে দগ্ধদের অধিকাংশেরই ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব সাপোর্টই এই হাসপাতালের রয়েছে। প্রথম থেকেই প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর রাখছেন।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট পেশ করতে আরও সাত দিনের সময় চেয়েছে। তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় করা পুলিশের মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh