• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে কারখানা থেকে ৮০ কোটি টাকার নকল পণ্য জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০
Seize counterfeit cosmetics
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মুনস্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮০কোটি টাকা মূল্যের নকল সনি ব্রাভিয়া, এলজি ও স্যামসাংয়ের ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রতিষ্ঠানের মালিকসহ সাতজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসটিআইয়ের সহায়তায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় অভিযান শেষে এ তথ্য জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আটকরা হলেন, প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেন। সেখানে কর্মরত শ্রমিক মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ, কাওসার, রাজিব সেরনিয়াবাত ও সিরাজুল ইসলাম।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য ও নকল প্রসাধনী তৈরির প্রমাণ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির মালিকসহ সাতজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮০ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
X
Fresh