• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুর সদর হাসপাতালে আগুন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:০১
দিনাজপুর আগুন হাসপাতাল
দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

দিনাজপুর সদরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্টোর রুমে আজ বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত সময়ে হাসপাতালের ৮০ জন রুগীকে সরিয়ে নেয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের স্টোর রুমে আগুন দেখে রোগীর লোকজন চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোগীসহ তাদের স্বজনদের ছুটাছুটি শুরু করে। হাসপাতাল স্টাফ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন দ্রুত রোগীদের ওয়ার্ড থেকে নিরাপদে বের করে আনেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ৮০ জন রুগীর মধ্যে গুরুতর অসুস্থ্যদের এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যরা স্বেচ্ছায় বাড়ি চলে গেছে।

আগুনের খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ঘটনাস্থলে উপস্থিত থেকে রুগীদের স্থানান্তরের তদারকি করেন।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বিদ্যুতের সর্ট সার্কিট অথবা সিগারেটের আগুন থেকে হতে পারে।

সিভিল সার্জন জানান, এই আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কচুরিপানায় তৈরি হচ্ছে উন্নত সার, খুলছে সম্ভাবনার দুয়ার
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
X
Fresh