smc
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৮ কার্তিক ১৪২৭

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ২০ বছর পর মুক্তি পেলেন জাহিদ

  আরটিভি নিউজ

|  ৩১ আগস্ট ২০২০, ২০:৩৬ | আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২১:৫৭
Fakirhat police station
শেখ জাহিদ
ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে ২০ বছর কনডেম সেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন বাগেরহাটের শেখ জাহিদ। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় খুলনা কারাগার থেকে মুক্ত হন তিনি।

তার বন্দিদশা থেকে মুক্তি পেতে যাদের সহযোগিতা ছিল জেল থেকে বের হয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

শেখ জাহিদ বলেন, এতদিন অন্ধকার ঘর কনডেম সেলে থাকায় শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। কোনো কাজ করার শক্তি নেই। যদি ক্ষতিপূরণ পান, তাহলে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারবেন বলে জানান তিনি। আপাতত খুলানায় বোনের বাসায় যাবেন, পরে ফিরবেন বাগেরহাটে নিজ বাড়িতে।

১৯৯৭ সালের জানুয়ারিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় ঘুমন্ত অবস্থায় খুন হন রহিমা ও তার দেড় বছরে কন্যা সন্তান। পারিবারিক কলহের অভিযোগে ঐদিনই মামলা হয়। ওই মামলায় তাদের অপরাধী হিসেবে অভিযুক্ত করে  ২০০০ সালের জুন মাসে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট দায়রা জজ আদালত। সেই থেকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ঠাঁই হয় শেখ জাহিদের।

আরও পড়ুন: চিরকুট লিখে নিরুদ্দেশ ইংলিশ মিডিয়ামে পড়ুয়া কিশোর

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়