• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জিপিএ ৫ পেয়েও ৪৪২ শিক্ষার্থীর প্রথম তালিকায় ঠাঁই মেলেনি

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২০, ১৩:০০
Despite getting GPA 5, 442 students did not get a place in the first list
ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তির প্রথম তালিকায় ঠাঁই মেলেনি এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ৪৪২ জন শিক্ষার্থীর। আর মোট ৫ হাজার ৩৪ জন শিক্ষার্থী কোনও কলেজ পায়নি।

প্রথম পর্যায়ে ১ লাখ ৯ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। তবে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হননি তাদের মন খারাপের কিছু নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহিদুল হক।

তিনি জানান, যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোনও কলেজে সিলেকশন পায়নি তারা পুনরায় আবেদন ফি ব্যতীত দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ২য় দফায় পুনরায় আবেদন করতে হবে এসব শিক্ষার্থীকে।

তিনি আরও জানান, যারা প্রথম আবেদনে কলেজ পায়নি, সেসব শিক্ষার্থী কলেজ পেয়ে যাবে। সব মিলিয়ে কলেজগুলোর মোট আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা কম। যার কারণে চট্টগ্রামে আসন সংকট হবে না।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আবেদনের সময় যারা ৫-৬টি কলেজ সিলেক্ট করেছে সেসব শিক্ষার্থী নির্বাচিত হয়নি।

এদিকে, প্রথম মেধা তালিকায় মনোনীত হয়েও ভর্তি নিশ্চায়ক না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন বোর্ড সংশ্লিষ্টরা। প্রথম তালিকায় মনোনীতদের ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ৩০ আগস্টের মধ্যে অবশ্যই ভর্তির প্রাথমিক নিশ্চায়ক সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: থাপ্পড়ের কারণে ভাগ্নে-ভাগ্নিকে হত্যা করেন মামা

এনএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
X
Fresh