• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রেল লাইনে পাথরের পরিবর্তে ইট ব্যবহারের অভিযোগ (ভিডিও)

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২০, ২২:১৫

ময়মনসিংহে রেল লাইনে পাথরের বদলে ইটের খোয়া ব্যাবহার করা হচ্ছে। ময়মনসিংহ রেলস্টেশন থেকে কেওয়াটখালী লোকশেড পর্যন্ত দুই কিলোমিটার লাইনে পাথরের বদলে ইটের খোয়া দেয়া হয়েছে।

গত সোমবার থেকে ইট ব্যবহার করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রেলপথটি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক। তিনি বলেন, সরেজমিনে এসে স্থানীয়দের সাথে এবং রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, অনিয়ম আছে কিনা তা যাচাই করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে যেহেতু এটি সরকারি কাজ তাই এখানে একটি সাইনবোর্ড প্রদর্শন করা উচিৎ ছিল কিন্তু রেল কর্তৃপক্ষ সেটি করেননি।

রেলওয়ে প্রকৌশলী বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) রেজাউল করিম বলেন, অনেক স্থানে স্লিপার নেই বা কাঠের স্লিপারগুলো ফেটে গেছে। লাইনে পাথর ছিল না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অস্থায়ীভাবে সাড়ে তিন ইঞ্চি উচ্চতায় ইট বালু দেয়া হয়েছে। আসলে এটি পাথর বিছানোর পূর্বে মজবুত ভিত হিসেবে ব্যবহার করা হয়েছে। সামনে পাথর বরাদ্দ পাওয়া গেলে ভিতের উপর বিছানো হবে।

আরও পড়ুন: ডিএসসিসির চিরুনি অভিযানের ৮ম দিনে ৫ মামলা, ৮৭ হাজার টাকা জরিমানা আদায়

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh