• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৩ আগস্ট ২০২০, ২০:৪৮
Doctor,
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় গ্রীন ডেলটা নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রী আয়েশা আক্তার আলফির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ ও ভাংচুর করে। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। আলফি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও দক্ষিণ নয়ামাটি এলাকার শাহাদাৎ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের মেয়ে।

নিহতের বড় ভাই জানান, গত ৪ দিন আগে সিঁড়ি থেকে পড়ে আহত হয় আলফি। এ সময় তাকে গ্রীন ডেলটা হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে দুটি ইনজেকশন দেন। এতে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। দুইদিন আগে তার অবস্থা খারাপ জানিয়ে তাকে অন্য হাসপাতালের আইসিইউতে নেয়া হলে আজ দুপুরে মারা যায় আলফি। তার দাবি, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বোনের।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থার আশ্বাস দিলে স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

এনএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
ভুল চিকিৎসা বলতে কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
X
Fresh