• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ড্রেনে মিলছে ৫০০-১০০০ টাকার নোট! 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২০, ২০:৪৬
Children looking for money.
টাকা খুঁজছে শিশুরা। ছবি- সংগৃহীত

রাজশাহীতে মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা এক ড্রেনে মিলছে এক শ, পাঁচ শ, এক হাজার টাকার নোট। সারাদিন উৎসুক মানুষ এই নর্দমায় নেমে টাকা খুঁজেছেন। কেউ পেয়েছেন, কেউবা নোংরা পানি মেখে ফিরে এসেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের ড্রেনে এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পুরনো কাগজপত্রের ভেতর ছিল। নগরীর শিরোইল এলাকায় সড়ক পরিবহন গ্রুপের এই কার্যালয়। সেখান থেকে কাগজের সঙ্গে বেখেয়ালে টাকাগুলোও ফেলে দেয়া হয়েছিল।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়- দুর্নীতি করে উপার্জন করা টাকা ভয়ে কেউ ড্রেনে ফেলে দিয়েছেন।

রেলওয়ে ও বোয়ালিয়া থানার পুলিশ বিষয়টি পরিদর্শন করেছেন বলে জানা যায়। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুলিশ বিষয়টি খোঁজ নিয়েছে। কিন্তু ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন বলে তারা আর তলিয়ে দেখেননি।

রেলওয়ে পুলিশের ওসি শাহ কামাল জানান, রেলওয়ের সীমানার বাহিরে নর্দমার অবস্থান। তারা বিষয়টি জেনেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০০, ৫০০, ১০০০ টাকার নোট পেয়েছেন অনেকেই। কেউবা সংগ্রহ করেছেন মোট ৫০০০ টাকা।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে মিললো পৌনে দুই কোটি টাকা!

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত
৬ বছরে রেলপথে সাড়ে ৫ হাজারের বেশি লাশ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ১ 
X
Fresh