• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে আটক জঙ্গি সদস্যের বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ২২:২৭
Bomb-making equipment recovered from militant's house in Sylhet
ছবিঃ সংগ্রহীত

সিলেট নগরের জালালাবাদে নব্য জিএমবির এক সদস্যর বাসায় অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে চালানো ওই অভিযানে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়।

বুধবার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এ অভিযান চালায়। এসময় সিলেট মহানগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান।

তিনি জানান, জালালাবাদ আবাসিক এলাকার ৪৫/১০ নম্বর বাসার মুক্তিযোদ্ধা মইনুল আহমদের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। এসময় বাসা থেকে বোমা, বোমা তৈরির এবং কিছু কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত কম্পিউটারে বোমা তৈরির বেশকিছু ভিডিও ছিলে।

তবে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা এ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এর আগে সিলেটের বিভিন্ন এলাকা থেকে নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ সংগঠনটির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটককৃতদের মধ্যে সাদও রয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে যানজট নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা
জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
শাহবাগ থেকে জঙ্গি গ্রেপ্তার
জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে : আইনমন্ত্রী
X
Fresh