হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ
১১ আগস্ট ২০২০, ২১:৩৩
বন্ধুর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী, আটক ৪

ফাইল ছবি
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে নবাবগঞ্জের এক বন্ধুর সাথে আশুরার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং ওই কলেজছাত্রীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর সহপাঠী বাদী হয়ে গতকাল রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করে। পরে পুলিশ চারজনকে আটক করে। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী ধর্ষণকারীকে চিহ্নিত করে। আটককৃতদের দিনাজাপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এসএস