• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ 

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২০, ১৪:২৬
Night guard beaten to death in Rangpur, arrested 2
রংপুর

রংপুরের মিঠাপুকুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার শঠিবাড়ীতে শনিবার (৮ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত ব্যক্তির নাম তছলিম উদ্দিন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতল গাড়ী গ্রামের মৃত. নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শঠিবাড়ী হাটে গালামাল পট্টিতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন তছলিম উদ্দিন। শনিবার ভোরে তার দায়িত্বপালন এলাকায় সাহেব আলী নামে একজনের দোকানে চুরি হওয়ার সময় স্থানীয়রা এক চোরকে আটক করেন। আটক চোর রমজান আলী পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। উপস্থিত লোকজনকে সে জানায়, ‘নৈশপ্রহরী তছলিমও চুরির সাথে জড়িত।’ পরে স্থানীয় জনতা ওই নৈশপ্রহরী তছলিম ও চোরকে গণপিটুনি দেয়। এতে তছলিম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, গালামাল দোকান চুরির ঘটনায় একটি এবং গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে জামিনুর ও আমিনুর নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার তদন্ত শুরু করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
X
Fresh