যশোরের ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, যশোরের ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। বাকি ১১৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।পরীক্ষাসংক্রান্ত সকল তথ্য জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। যশোরের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়ি লকডাউন করা হবে।