logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

নড়াইলে প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ১০

  নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ০৫ আগস্ট ২০২০, ১৪:৫৩ | আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৫:৫৬
Narail
ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে মাসুদ রানা নামে একজন নিহত এবং গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এলাকায় আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজল গ্রুপ ও আমিনুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

দীর্ঘদিনের বিরোধের জের ধরে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দেওয়াডাঙ্গা স্কুল মাঠে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের শর্টগানের গুলিতে আমিনুর গ্রুপের মাসুদ রানাসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মাসুদসহ চারজনকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, নিহত মাসুদ রানার শরীরে অনেকগুলি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ কয়েকজনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়