• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১০:২৩
river in Ashulia
ছবি সংগৃহীত

আশুলিয়ায় বংশী নদীতে গোসল করতে গিয়ে সুজন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সুজন কুষ্টিয়া জেলার আব্দুস সালামের ছেলে। তিনি জিরানী বাজারের মাধপপুর এলাকায় ভাড়া থাকতো।

মঙ্গলবার রাতে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ছয় ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে সুজনের মৃত দেহ উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় বংশী নদীতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ১০ থেকে ১৫ জন বন্ধু মিলে ওই এলাকার বন্যার পানিতে গোসল করতে যায়। এ সময় এদের মধ্যে তিনজন পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে। সুজল নামের ওই শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের যৌথ অভিযানে সন্ধ্যা সাতটার দিকে সজলের মরদেহ উদ্ধার করা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। নিহতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh