• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে পৌর মেয়রসহ আরও ২৫ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৩:৩৩
Shariatpur
ছবি সংগৃহীত

শরীয়তপুরে সদর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালসহ গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১২৬ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন আরও ৪২ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯ জন।

এছাড়া জেলায় বর্তমানে করোনা পজিটিভ রোগী আছেন ২১১ জন। এদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ছয় হাজার ৬৩৪ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ছয় হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ১১২৬ জন। এছাড়া জেলায় সর্বমোট সুস্থ হয়েছে ৯০৪ জন রোগী।

গতকাল সোমবার রাত সাড়ে চারটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ্ আল-মুরাদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh