• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে দাম নেই গরুর চামড়ার

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১৪:৪৯
Dinajpur
ছবি সংগৃহীত

নাটোরের পর উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগর চামড়ার বাজারে এবারও ধস নেমেছে।

মৌসুমী চামড়া ব্যবসায়ীরা কুরবানির চামড়া লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছে।

আড়তদাররা তাদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে দিচ্ছে। অর্ধ লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে দুইশ থেকে আড়াইশ টাকায়।

জেলা পর্যায়ে প্রতি বর্গফুট চামড়ার দাম ২৮ থেকে ৩২ টাকা সরকারিভাবে নির্ধারণ করা হলেও এই দামের থেকে অনেক কম দামে দিনাজপুরে চামড়া বিক্রি হয়েছে।

মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বলছেন, তারা চামড়া বিক্রি করতে এসে কেনা দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। লোকসানে বিক্রি না করলে চামড়া ফেলে দিতে হবে। তাই তারা বাধ্য হয়ে লোকসান মূল্যে চামড়া বিক্রি করছে।

এদিকে আড়তদাররা বলছেন, গত বছর তারা চামড়া ব্যবসায় চরম লোকসানের শিকার হয়েছেন। ট্যানারি মালিকরা চাহিদামত টাকা দিচ্ছে না। এছাড়া চামড়া কিনে বিক্রির নিশ্চয়তা নেই। সে কারণে তারা ঝুঁকি নিয়েই বুঝেশুনে চামড়া কিনতে হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
X
Fresh