• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট আজও বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২০, ১৭:১৬
Shimulia-Kanthalbari
ছবি সংগৃহীত

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ ঈদের দিনও ফেরি চলাচল বন্ধ। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় পদ্মার আকস্মিক তীব্র ভাঙন শুরু হলে ভাঙন আতঙ্কে নিরাপত্তার সার্থে গতকাল সন্ধ্যা সাতটা থেকে এ রুটে সকল ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট এলাকায় নেই কোনো ফেরি। ঘাট এলাকায় রয়েছে ছোট-বড় প্রায় দেড় শতাধিক যানবাহন।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি (মাওয়া) সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, গতকাল সন্ধ্যা সাতটা থেকে এখন পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ। ভাঙনও কিছুটা থেমেছে। আজ বিকেলে আমাদের ঊর্ধ্বতন ব্যক্তিদের পরিদর্শনে আসার কথা রয়েছে। বিকেলের পর সিদ্ধান্ত হতে পারে। ঘাট এলাকায় রয়েছে ছোট-বড় প্রায় দেড় শতাধিক যানবাহন। তবে ছোট যানবাহনদের বিকল্প রোড দিয়ে যেতে বলা হচ্ছে।

এর আগে, শুক্রবার দুপুর দুইটার দিকে লৌহজংয়ের মাওয়া পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় পদ্মার আকস্মিক তীব্র ভাঙন শুরু হয়। ভাঙ্নে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর ৩০টি রোডওয়ে স্লাবসহ বিভিন্ন সরঞ্জামাদি । শিমুলিয়া ঘাটে অপেক্ষমান থাকা যানবাহন গুলিকে বিকল্প পথ দিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে ঘাট এলাকা থেকে যানবাহন সরিয়ে দেন পুলিশ। এসময় দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে আজ
রাত ৮টার পর বন্ধ হচ্ছে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
মঙ্গলবার যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে
বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে প্রবাসীদের জানানোর আহবান 
X
Fresh