• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদুল আজহা উপলক্ষে পাবনায় ১০ কেজি করে চাল বিতরণ

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২০, ২০:২২
Distribution of 10 kg rice in Pabna on the occasion of Eid-ul-Azha
ঈদুল আজহা উপলক্ষে পাবনায় ১০ কেজি করে চাল বিতরণ, ছবি: আরটিভি নিউজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে চাল বিতরণ করেন আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, ইউনিয়ন পরিষদের সচিব আইয়ুব আলী ও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে তিন হাজার ৯৬৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, সরকারের যে কোনো উপহার আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষদের মাঝে যথাসময়ে বণ্টন করে দেই। কোনো গরীব-দুস্থ ব্যক্তিকে সরকারের এই কর্মসূচি থেকে বঞ্চিত করা হয় না। ইউনিয়নের কেউ না খেয়ে থাকবে না। সকল হতদরিদ্রের মাঝে সমান ও সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছেI
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
অটোরিকশা-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ২
পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু
X
Fresh