রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর হাতিরঝিল ও বংশাল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং লজিস্টিকস্ বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে বংশাল থানার ওসি আতিকুর রহমানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলির কথাও বলা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের তালিকা:
আরটিভি/আইএম/এআর
মন্তব্য করুন
ইউরোপীয় দূতাবাস স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
ভিসার ভোগান্তি এড়াতে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা মিশন স্থাপনের দাবি জানিয়েছে ভিসাপ্রত্যাশীরা।
শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
ভারতের ভিসা পেতে ভোগান্তির অভিযোগ তুলে ভিসা প্রত্যাশীরা বলেন, দিল্লিতে অবস্থিত ইউরোপীয় দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বাংলাদেশের নাগরিকরা সময়মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। সঠিক নথিপত্র থাকার পরও ভ্রমণের জন্য ভারত ভিসা প্রত্যাখ্যান করছে, যার জন্য ভিসা আবেদন করে কনস্যুলার সেবা পেতে সময় লাগছে অনেকের।
আন্দোলনকারী অপর একজন বলেন, একই অবস্থা নেপালেরও। দেশটির দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিভিন্ন সময় কারণ ছাড়াই অফলোড করে। এতে অনেকেই সে দেশে থাকা ইউরোপীয় দূতাবাসের ভিসা আবেদনে ব্যর্থ হয়। আবার উল্লেখিত স্থানগুলোতে যাওয়ার জন্য অতিরিক্ত সময়, ভ্রমণ ব্যয়, হোটেল খরচ এবং আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে ভিসা আবেদনকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব। আমরা চাই দেশের টাকা দেশে থাকুক। তারা চাইলে দেশে এসব দেশের মিশন স্থাপন করতে পারেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্যসচিব মেহেদী হাসান আশিক, যুগ্ম আহ্বায়ক সামস মান্না, মীর মুরাদসহ অনেকে।
আরটিভি/এএইচ
মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা
রাজধানীর একটি বাসায় লুটপাট করে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে ডাকাত দল।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভির ফুটেজে ওই বাসায় ৩ জনকে আসতে দেখা গেছে। তবে শিশুকে নিয়ে গেছে কিনা, তা দেখা যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল ওই ডাকাতদের ধরতে কাজ করছেন। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফারজানার এক সহকর্মী এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’
আরটিভি/এসএপি/এআর
ছিনিয়ে নেওয়া শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার
রাজধানীর আজিমপুরে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) ওই শিশুকে আজিমপুরের একটি বাসা থেকে ছিনিয়ে নিয়ে যায় একই বাসার সাবলেটে থাকা নারী ভাড়াটিয়া। বহিরাগত কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটান তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত দুজন পুরুষ ব্যক্তিকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও ছিনিয়ে নেয়।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র্যাব
ঢাকার আজিমপুরের একটি বাসায় শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ডাকাতির সময় অপহৃত শিশুকে উদ্ধার করে বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে র্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।
র্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, মুক্তিপণের জন্যই শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত ফাতেমা আক্তার শাপলা নামে এক নারীকে ঘটনার দিন মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িত আরও ৪ জনকে ধরার চেষ্টা চলছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এর আগের দিন শুক্রবার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে প্রায় দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। শুধু মালামাল নিয়েই ক্ষান্ত থাকেনি তারা, নিয়ে যায় সেই বাসার আট মাসের শিশু জাইফাকেও।
সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় ওই নারী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অপহরণের ১ সপ্তাহ আগে শিশু জাইফার মায়ের সঙ্গে অফিসে যাতায়াত করার সময় গ্রেপ্তারকৃত শাপলার পরিচয় হয়। এ সূত্র ধরে শিশু জাইফার মায়ের কাছে সাবলেট ভাড়া নেন শাপলা। বাচ্চাটিকে অপহরণ করে এর মাধ্যমে টাকা নেওয়াই মূল উদ্দেশ্য ছিল তার।
প্রসঙ্গত, শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় ডাকাতির সময় আট মাস বয়সী ওই শিশুসন্তানকে নিয়ে গিয়েছিল ডাকাতরা- এমন খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই ঘটনাটি নিয়ে সারাদেশে আলোড়ন তৈরি হয়। বিশেষ করে সামাজিকমাধ্যমে ওই শিশুটির ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে সহায়তার জন্য অসংখ্য মানুষ তার ছবি ও সংবাদ শেয়ার করায় এটি সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সামাজিকমাধ্যমের পোস্টগুলোতে এক ধরনের উদ্বেগও লক্ষ্য করা যায়।
আরটিভি/এআর
ডাকাতি শেষে শিশু অপহরণ, ঘটনায় নতুন মোড়
নতুন মোড় নিয়েছে রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে মায়ের কাছ থেকে শিশু ছিনিয়ে নেওয়ার ঘটনা। এ ঘটনায় ওই শিশুর বাবা আবু জাফরকে নজরদারিতে রেখেছে র্যাব।
শনিবার (১৬ নভেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি জানান, এরই মধ্যে ফাতেমা আক্তার শাপলা নামে এক অপহরণকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু আরিশা জান্নাত জাইফাকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, অপহরণের ঘটনায় শিশুটির বাবা আনোয়ার খান মডার্ণ হাসপাতালের ল্যাব সহকারী হিসেবে কর্মরত আবু জাফরকে নজরদারিতে রেখেছেন তারা। স্ত্রীর সঙ্গে তার বনিবনা হয় না। এ কারণে শিশুটিকে তিনি অপহরণ করিয়েছেন কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, গ্রেপ্তার ফাতেমা আক্তার শাপলার গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি মোহাম্মদপুরের আদাবরে নবীনগর হাউজিংয়ে মা-বোনের সঙ্গে থাকতেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত শিশুটির মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন শাপলা। একপর্যায়ে শিশুর মায়ের সঙ্গে সাবলেটে একই বাসায় থাকার পরিকল্পনাও করেন তিনি।
শুক্রবার (১৬ নভেম্বর) ভুক্তভোগী শিশুটির বাড়িতে প্রবেশ করেন অপহরণকারী ফাতেমা আক্তার। এ সময় কৌশলে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ায়ে তিনজন সহযোগীসহ ওই বাড়িতে প্রবেশ করেন ফাতেমা। বাড়িতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করেন তারা। লুটপাট শেষে শিশু আরিশা জান্নাতকে অপহরণ করে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে রাখেন। সেখান থেকে শুক্রবার রাতে র্যাব শিশুটিকে উদ্ধার করে।
আরটিভি/এসএপি-টি
রাজধানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজধানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। মারা যান রিকশার যাত্রী এবং আহত হন রিকশার চালক।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের এস আই মো. আরিফ গণমাধ্যমকে বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম/এআর
‘বাবা মাইরো না মাইরো না, আর করব না’ আর্তচিৎকারের পরেও হত্যা
রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আহাদ (৪০) নামের এক বাবা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত শিশুদের নাম রোহান (৭) ও মুসা (৩)।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাইগারটেক নামক এলাকার বেপারী মার্কেটের পাশের একটি তিন তলা বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, নিহত দুই শিশুর বাবা আহাদ মোল্লা বাসাবাড়ির নিরাপত্তাকর্মী এবং মা রোজিনা আক্তার মেসে রান্নার কাজ করেন। নিহত দুই শিশুর মা রোজিনা আক্তারের বাসায় সোমবার বেড়াতে আসেন তার বৃদ্ধ বাবা ও মা।
ঘটনার বর্ণনায় শিশুদের অসুস্থ সত্তরোর্ধ্ব নানা জাবেদ আলী বলেন, আমি পাশের কক্ষেই ছিলাম। যে কক্ষে ঘটনা ঘটে সেখানে দুই সন্তান নিয়ে ছিল আহাদ। আমি শব্দ পেলাম। ছোট ছেলে কান্না করে বলছিল, ‘বাবা মাইরো না, মাইরো না। আর করব না।’
জাবেদ আলী আরও বলেন, ‘আমি তখনো বুঝতে পারিনি, আহাদ তার ছেলেদের হত্যা করছে। আমি অসুস্থ থাকায় বিছানা থেকে উঠে যেতে ৩ মিনিটের মতো সময় লেগেছে। আমি গিয়ে দেখি, আমার দুই নাতিকে গলা কেটে বিছানায় ফেলে রেখেছে আহাদ, সে নিজেও বিছানায় শোয়া। এরপর আমি হামাগুড়ি দিয়ে চিৎকার করে রাস্তায় এসে মানুষজন ডাকি। স্থানীয়রা এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওই শিশুদের মা রোজিনা আক্তার বলেন, ‘সোমবার ভোরে আমার স্বামী কাজ থেকে বাসায় ফেরেন। সকাল ৯টার দিকে আমি আমার বেড়াতে আসা মাকে নিয়ে মেসে রান্নার কাজে রওনা দিই। এ সময় আমার স্বামী দুই ছেলেকে বাসায় রেখে যেতে বলেন। পরে মেসে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যে ফোন আসে আমার দুই ছেলে মারা গেছে।’
তিনি বলেন, ‘আহাদ অনেক টাকা ঋণগ্রস্ত ছিল। সে প্রায়ই আমার কাছে টাকা চাইত, তবে আমার কাছে এত টাকা ছিল না। ঋণের কারণে সে ছেলেদের হত্যা করতে পারে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি আছেন আহাদ। তার শ্বাসনালী কেটে গেছে। আহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই বিভাগের চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ মামুন।
পল্লবীর ওসি মোহাম্মদ নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত ব্যক্তি সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত শিশুদের মা রোজিনা এ ঘটনায় মামলা করেছেন।’
আরটিভি/এসএপি/এআর