• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাকরি স্থায়ীকরণের দাবিতে পিচ রেইট কর্মচারীদের বিদ্যুৎ ভবন ঘেরাও

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ২২:৪৬
ছবি: সংগৃহীত

পিচরেইট মিটার রিডারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ ভবন ঘেরাও করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেইট কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবন ঘেরাও কর্মসূচি পালন করে পিচ রেইট কর্মচারী ঐক্যপরিষদ।

পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বরাবর সংগঠনের ৬ সদস্য একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান এবং তাদের দাবি পেশ করেন। চেয়ারম্যান আগামী ১৫ কর্মদিবসের ভিতরে তাদের দাবি বাস্তবায়নে আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।

এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশ থেকে আগত হাজারও নেতাকর্মী মানববন্ধন করেন। তাদের দাবি অতি দ্রুত চাকরি স্থায়ীকরণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পিচরেইট কর্মচারী ঐক পরিষদ কেদ্ৰীয় কমিটির সভাপতি মনসুর আহমেদ, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দীন (বাবর), সহসাধারণ সম্পাদক ফজলুল করিম, নোমান হোসেন, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সহসাংঠনিক সম্পাদক অজয় ভট্টাচার্য, জাফর মিয়া, প্রচার সম্পাদক সানাউল্লাহ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মনির হোসেন, সদস্য মনিরুজ্জামান, দুলাল মিয়াসহ অন্যান নেতৃবৃন্দ।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
ভারতীয় হাইকমিশনকে দেওয়া বিএনপির ৩ সংগঠনের স্মারকলিপিতে যা ছিল  
ভারতীয় দূতাবাসে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি প্রদান 
ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন