• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

৪ টাকা বেশিতে ডিম বিক্রি করায় জরিমানা দিলেন লাখ টাকা

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১৮:৪৯
৪ টাকা বেশিতে ডিম বিক্রি করায় জরিমানা দিলেন লাখ টাকা
ছবি: সংগৃহীত

১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীর কালশীর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় বুধবার (১৬ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ জরিমানা করেন।

তিনি বলেন, পল্লবী থানার কালশী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে অবস্থিত রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ থেকে ১১ টাকা দরে ডিম ক্রয় করে ১৫ টাকা দরে বিক্রি করছে। এমনকি ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তারা ক্যাশ মেমো সংরক্ষণ করছে না এবং প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।

এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল জব্বার মন্ডল।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
সুন্দরবন থেকে ৪৩ জেলে আটক, জরিমানায় মুক্তি
রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা