• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবক নিহত

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১৭:৩২
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, যাত্রাবাড়ীর গোমতী ফিলিং স্টেশনে ইলিশ পরিবহনের দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এরপর একটি গাড়ি তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই পরে সেখানে থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আমরা নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। যাত্রাবাড়ী থানা পুলিশ আমাকে দিয়ে ওই যুবককে ঢাকা মেডিকেলে পাঠায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত
শ্বাসরোধে স্কুলছাত্রীকে হত্যা, হত্যাকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে
হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে বিক্ষোভ