• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

খিলগাঁওয়ে ট্রেনে পা বিচ্ছিন্ন শিশু রাবিয়া মারা গেছে

আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ০৫:৫৭
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও রেলগেইটে ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া শিশু রাবেয়া (১০) মারা গেছে। রোববার (২৩ জুন) ভোরে মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ তথ্য নিশ্চিত করেছেন মৃত রাবেয়ার মামা ইসমাইল। তিনি বলেন, মারা যাওয়ার পর তাকে গ্রামের বাড়ি ঝালকাঠিতে নেওয়া হয়। সেখানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শনিবার (২২ জুন) তাদের গ্রামের বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দক্ষিণ বনশ্রী বোন শিল্পীর বাসায় ওঠে। শান্তিবাগে ডাক্তার দেখিয়ে ফেরার পথে রাত পৌনে ১০টার খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রাবিয়া ঝালকাঠির রাজাপুর উপজেলার চরহাইলা কাঠি গ্রামের কৃষক রফিক মোল্লার ও মা মুন্নী বেগমের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে রাবেয়া ছিল সবার ছোট। সে গ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই
রাজধানীর দুই থানায় নতুন ওসি
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু
রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪