• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

মেট্রোরেলে ছিনতাই, যুবক আটক

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ২৩:৩২
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো. ফরিদ ওরফে পাগলা জসিম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে তাকে যাত্রীরা আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা গেছে, এদিন বিকেলে মেট্রোরেলের ভেতরে যাত্রীর মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী টের পেলে তাকে ধরে ফেলেন। পরে কারওয়ান বাজার স্টেশনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল। বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ফরিদকে আটক করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ
দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই
রাজধানীর দুই থানায় নতুন ওসি