• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের আশ্বাস মেয়র তাপসের

আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ১১:৫৩
কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের আশ্বাস মেয়র তাপসের
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। ফাইল ছবি

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ ছাড়া পশুর হাটের বর্জ্য ৭২ ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান তিনি।

বুধবার (১২ মে) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব আশ্বাস দেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।

মেয়র তাপস বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছ্যন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে নগরীতে যেন যানজট না হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৫ হাজার মানুষ জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন এবার।

ডিএসসিসি মেয়র আরও বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিও নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিবন্ধনের আওতায় আসছে গৃহস্থালি বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো
বর্জ্য থেকে শিল্প গড়েন যে শিল্পী
আশুলিয়ায় রাস্তায় ড্রেনের পয়োবর্জ্য, শিক্ষার্থীদের মানববন্ধন
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব পেলেন ২ কর্মকর্তা