• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

‘সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি’

আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১২:০৩
ফাইল ছবি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় অভিযুক্ত নেপালে পালিয়ে থাকা সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি।

শুক্রবার (৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিয়ামকে কলকাতা সিআইডি হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। দুদেশের তদন্তরকারীদের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, অনুমোদন ছাড়া ফাঁকা জায়গায় হাট বসালে পশু জব্দ করা হবে। ফাঁকা জায়গা পেয়ে হাট বসালে সংশ্লিষ্টদেরও আটক করা হবে।

তিনি বলেন, আমরা সব ইজারাদারদের বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে।

তিনি আরও বলেন, যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার সম্ভাবনা নেই। এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি সাইবার টহলও থাকবে।

মন্তব্য করুন

  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ভাড়াটিয়াদের তথ্য চান ডিএমপি কমিশনার
‘লাশ কিমা কিমা করে ফেলামু’, আনারকন্যা ডরিনকে হুমকি
আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের
ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি