• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে প্রাণ গেল বাড়ির মালিকের

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১১:২৩
রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে প্রাণ গেল বাড়ির মালিকের
ফাইল ছবি

রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে মো. রনি মিয়া নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) দিনগত রাতে তেজগাঁও শাহীনবাগে একটি বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ভাড়াটিয়া মোরশেদ মিয়া পলাতক রয়েছেন।

নিহতের ভাগিনা জুয়েল জানান, মামার বাসায় মোরশেদ মিয়া নামের একজন ভাড়াটিয়া থাকতেন। রাতে মামা এবং আরও তিনজন ওই ভাড়াটিয়াসহ রুমে আড্ডা দিচ্ছিল। ওই সময় ভাড়াটিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে মামাকে (রনি মিয়া) কুপিয়ে জখম করেন মোরশেদ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে ভোর ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের দিনে বজ্রপাতে জেলের মৃত্যু
ঈদের সকালে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
ঈদের দিন রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা 
গঙ্গাস্নানে গিয়ে পদদলিত হয়ে ২ শিশুর মৃত্যু