• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

সরকারি গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেপ্তার চালক

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ২৩:২৪
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান টিপু (৩৮) রেল মন্ত্রণালয়ে কর্মরত এক গাড়িচালক। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর শাহজাহানপুরে সরকারি গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মোস্তাফিজুর রহমান টিপু (৩৮) নামে রেল মন্ত্রণালয়ে কর্মরত এক চালক।

সোমবার (১৩ মে) ভোরে স্থানীয় মানিক স্টোর নামের একটি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা বলেন, রেল মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ টিপু নামে ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, চুরির সময় তার সঙ্গে আরও দুইজন ছিল। তারা ওই দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে গাড়িতে রাখে। এ সময় সেখানে দায়িত্বরত টহল পুলিশের সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন তারা। এতে দুইজন দৌড়ে পালিয়ে গেলেও টিপু তার গাড়ি নিয়ে পালাতে পারেননি। সরকারি কাজে ব্যবহার করা ওই মাইক্রোবাস থেকে চুরির কাজে ব্যবহৃত প্লাস, বেশ কিছু চাবি, স্ক্রু ড্রাইভার ও চোরাই মালামাল উদ্ধার হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে টিপু তার সঙ্গীদের নাম বলেছে। খোঁজ নিয়ে জানা গেছে যে আগে থেকেই বেশ কয়েকটি মামলা রয়েছে ওই দুজনের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, ওই সহযোগীদের নিয়ে নিয়মিত চুরি করে আসছিলেন টিপু। তবে এতদিন কোনো অজানা কারণে ধরা পড়েননি তিনি।

পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি সুজিত কুমার সাহা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির সমাবেশে নেতাকর্মীদের নগদ টাকা ও মোবাইল চুরি
হাজরে আসওয়াদ চুরি করে করুণ পরিণতি হয়েছিল যে নেতার
সেঞ্চুরির আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের
সরকারি গাড়ি ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ইসি