• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ব্যায়াম করতে দেয়ালে ভর দিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ০৩:২৭
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বাড়ির প্রাচীর ভেঙে পড়ে প্রাণ গেছে দাউদ সরকার (৪৫) নামে স্থানীয় এক ব্যবসায়ীর।

শুক্রবার (১০ মে) বিকেল ৫টার দিকে খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান রোডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহতের ভাগনি সাদিয়া আক্তার জানান, তার মামার কিডনিতে পাথর ছিল। চিকিৎসক বলেছিলেন, ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে। সেজন্য নিয়মিত ব্যায়াম করতেন তিনি। বিকেলে বাড়ির বাউন্ডারি দেয়ালে হাত দিয়ে ব্যায়াম করছিলেন। তখন হঠাৎ দেয়াল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

দাউদ সরকারের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার চর দিগুলিয়া গ্রামে। খিলগাঁওয়ে ত্রিমোহনী কবরস্থান রোডে স্ত্রী রিমা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই এলাকাতেই একটি মুদি দোকান রয়েছে তার।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ত্রিমোহনীর ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বালুভর্তি ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর
গাইবান্ধায় স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
সন্দ্বীপে যুবদল নেতার মারধরে বিএনপি কর্মীর মৃত্যু
গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল