• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্য নির্বাচিত মহি উদ্দিন

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ১৬:০৮
মহি উদ্দিন (মাহি)।

মহি উদ্দিন (মাহি)। গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামে। পার্শ্ববর্তী হাইলজোর স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাঠ শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষে ২০১০ সালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। পড়ান বাংলা বিষয়ে। ইংরেজিতেও সমান দক্ষ তিনি। তার মেধা, দক্ষতা, আন্তরিকতা ও পরোপকারী কাজের মাধ্যমে অল্প সময়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন মহি উদ্দিন।

শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ২০২৪ সেশনের নির্বাচন। নির্বাচনে অংশ নিয়ে শিক্ষকদের ভোটে তিনি বিপুল ভোটে শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) নির্বাচিত হন। তার এই বিজয়ে স্কুল, পরিবার ও বন্ধু মহলে আনন্দের ধুম পড়েছে। সবাই তাকে মোবাইল ফোন ও মেসেঞ্জারে অভিনন্দন জানাচ্ছেন। বিজয়ের পর রাতেই তিনি ফেসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, এই বিজয় আইডিয়ালের শিক্ষক বৃন্দের।’

মহি উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, এই বিজয় আমি আমার শিক্ষক সহকর্মীদের উৎসর্গ করলাম, যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সবার কাছে দোয়া চাই আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। সবাইকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। আমি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের জন্য যথাসাধ্য কাজ করে যাব। এ জন্য চাই সবার আন্তরিক সহযোগিতা।

মহি উদ্দিন দুই সন্তান ও স্ত্রী নিয়ে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। মহি উদ্দিনের বাবা মোমতাজ উদ্দীন একজন কৃষক ও ধর্মপরায়ণ মানুষ। মা মমতাজ পারভীন গৃহিণী। চার ভাইবোনের মধ্যে মহি উদ্দিন সবার বড়।

নির্বাচনের অন্যান্যা ফলাফল
দাতা সদস্য পদে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল; সাধারণ অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক স্তর) পদে অধ্যাপক মো. আমজাদ হোসেন ও মো. শাখাওয়াৎ হোসেন; সাধারণ অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) পদে শিব্বির আহমেদ ও মোহাম্মদ আলী, সাধারণ অভিভাবক সদস্য (প্রাথমিক স্তর) পদে মো. শাহাদাৎ ঢালী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নির্বাচন করছেন ফাহমিদা আক্তার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাধারণ শিক্ষক সদস্য (কলেজ শাখা) পদে মোহাম্মদ ফেরদাউস এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচিত হয়েছেন উম্মে ফাতিমা।

জানা গেছে, চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকায় ৩৩ জন অভিভাবক, শিক্ষক ও দাতা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) পদে সর্বোচ্চ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া, দাতা সদস্য পদে দুইজন, অভিভাবক সদস্য পদে উচ্চ মাধ্যমিক স্তরে ৩ জন, প্রাথমিক স্তরে ৭ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। কলেজ শাখার সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন, স্কুল শাখার ৫ জন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন শিক্ষক।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
X
Fresh