• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বিমানবন্দর এলাকায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২৪, ১৫:৩০
ছবি : সংগৃহীত

ঈদকে কেন্দ্র রাজধানীতে সক্রিয় হওয়া ছিনতাইকারী চক্রের এক দলনেতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হান (২৪), উজ্জ্বল (২০), রাসেল (২০), রাতুল (২০)।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রতি ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে।

তিনি বলেন, গত ২৬ মার্চ টঙ্গি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হওয়ার পর থেকে নিয়মিত ছিনতাই চেষ্টার অভিযোগ আসে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বিমানবন্দর এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‍্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জুয়া কাণ্ডে গ্রেপ্তার অভিনেতা
বিশ্বের বৃহত্তম বিমানবন্দরে বছরে চলাচল করতে পারবে ২৬ কোটি যাত্রী
ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার ৯০০
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
X
Fresh