• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ভবনের কলাম মাথায় ভেঙে মৃত্যু, অর্ধশতাধিকের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২৪, ০৯:০৯
মোহাম্মদপুর থানা
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে শবেকদরের রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে হাসান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অন্তত ৫০ জনের নামে মামলা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক তিনি বলেন, গত শনিবার রাতে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে নিহত হন হাসান নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি ওই সময় কদরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।

তিনি জানিয়েছেন, মামলায় ৫০-৫৫ জনকে আসামি করা হয়েছে। তাতে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাতনামা।

উল্লেখ্য, গত শনিবার শবে কদরের রাতে মোহাম্মদপুর সাত মসজিদ রোড হাউজিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় হাসান নামে পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বায়োফার্মা লিমিটেডে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সজনে পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সারাদেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু
মালবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ারের মৃত্যু
ঝালকাঠিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
X
Fresh