• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২৪, ১০:২৫
ফাইল ছবি

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে গরম বেড়েছে। রমজানে রাজধানীর জনজীবনে ছিল রোদের দাপট। দুর্বিষহ গরমের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এনে দিলো স্বস্তি।

রোববার (৭ এপ্রিল) সকাল ৯টার পর ঢাকার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এদিকে রোববার (৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৯
রাজধানীতে শুক্রবার যেসব এলাকায় মার্কেট বন্ধ
মধ্যরাতে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ইচ্ছে করেই ভিজছেন অনেকে
X
Fresh