• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ডিএসসিসির নথি ও চিঠিপত্র সম্পূর্ণ বাংলায় লেখার নির্দেশ

আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ২০:৪৪
ডিএসসিসি
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর দাপ্তরিক নথি ও চিঠিপত্র সম্পূর্ণ বাংলায় লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দাপ্তরিক নথি, চিঠিপত্র সম্পূর্ণরূপে বাংলায় লিখতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার মিশ্র ব্যবহার করা যাবে না। সবক্ষেত্রে যথার্থ পরিভাষা ব্যবহার করতে হবে। তবে কোনো ইংরেজি শব্দের বা শব্দগুচ্ছের পরিভাষা পাওয়া না গেলে, সেটি সরাসরি ইংরেজিতে লিখতে হবে। কিন্তু কোনো ইংরেজি শব্দের উচ্চারণ বাংলায় লেখা যাবে না।

এ ছাড়া কোনো বিদেশি সংস্থা বা সরকারের সঙ্গে যোগাযোগ বা চুক্তি সম্পাদনার ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে ‘বিদেশি সংস্থা জড়িত থাকায় ইংরেজিতে লেখা’ মর্মে উল্লেখ করতে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে ‘চিঠি’ লিখলেন দীপু মনি
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
ডব্লিউএইচও থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির জবাবের অপেক্ষা করছি: রফিকুল আলম