• ঢাকা সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
logo

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত

আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ১৯:৩২
ছবি : প্রতীকী

রাজধানীর বকশিবাজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের পেছনের দিকে সিটে বসা তোফাজ্জল হোসেন নামে পুলিশের বিশেষ শাখার (এসবির) এক রিপোর্টার গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুশফিকুর জানান, তার কাছে থাকা আইডি কার্ড দেখে জানা যায়-তিনি পুলিশের এসবির রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল বাতেন। তিনি কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চকবাজার থানার বকশিবাজার এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগলে বাসের ভেতরে থাকা এসবির ওই সদস্য গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি।


মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত