• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মালিবাগে ক্রেন ভেঙে পড়লো ৫০ ফুট নিচে, নিহত ১

আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২৪, ২৩:১৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল - ফাইল ছবি

রাজধানীর মালিবাগ মোড়ে ক্রেন ভেঙে নিচে পড়ে নাঈম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পাইলিংয়ের মাটি সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ক্রেন চালকের সহকারী ছিলেন। আর আহতরা হলেন, ক্রেন চালক রাতুল প্রামাণিক (১৭), আব্দুল্লাহ আল নোমান (২৭), ভেকু মেশিনের সহকারী সাদেক (২০) ও জিয়ারুল (২৬)‌।

ক্রেন চালক নোমান বলেন, আমরা মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পাইলিংয়ের মাটি ক্রেন ও ভেকু দিয়ে সরাচ্ছিলাম। এ সময় ক্রেন ভেঙে প্রায় ৫০ ফুট মাটির নিচে পড়ে যায়। এতে আমি ও আমার সরকারীসহ পাঁচজন গুরুতর আহত হই। পরে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় নাঈমকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা বিলে ভোট আজ
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
X
Fresh