• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে নির্মাণাধীন ভবনে বিদ‍্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২৪, ২২:৫০
বিদ‍্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ (২২) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর-২ নম্বরের জার্মান টেকনিক্যালের পাশে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জুরানপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই উকিল মিয়া বলেন, জাহিদ বিকেলে মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬
মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   
ভেঙে পড়েছে মিরপুর স্টেডিয়ামের ডিজিটাল স্কোরবোর্ড
X
Fresh