• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

রোজার বাজার করতে গিয়ে প্রাণ গেলো মতিউরের

আরটিভি নিউজ

  ০৮ মার্চ ২০২৪, ১৮:০৪
রোজার বাজার করতে গিয়ে প্রাণ গেলো মতিউরের
ফাইল ছবি

কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর তাই রোজার বাজার করতে বের হোন মতিউর রহমান (৫২)। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর গোল চত্বরে ইউটার্ন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান (৫২) একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানায়।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মেয়ে রাবেয়া বসরি বলেন, বাবা সকালে রমজানের বাজার করার জন্য বাসা থেকে বের হন। কিন্তু রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন খান বলেন, দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মতিউর রহমানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
X
Fresh