• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বেইলি রোড ট্রাজেডি: ভবনের ম্যানেজার আটক

আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২৪, ১৭:৪২
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে
ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে আটক করা হয়েছে।

শনিবার (২ মার্চ) দুপুরে তাকে আটকের পর ভবনের বিভিন্ন ত্রুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে শুক্রবার (১ মার্চ) ভবনটির নিচতলায় অবস্থিত চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট জন শিশু‌। নিহতদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহগুলো ইতোমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
X
Fresh