• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কারাবন্দিকে গাঁজা দিতে এসে হাতেনাতে ধরা নারী

আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৩৮
কারাবন্দিকে গাঁজা দিতে আসলেন নারী, অতঃপর...
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গাঁজা নিয়ে কারাবন্দির সঙ্গে দেখা করতে এসে হাতেনাতে ধরা খেয়েছেন তাসলিমা বেগম নামে এক নারী।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

ওই নারী নিজেকে মো. আল আমিন লিটন নামে এক বন্দির খালা বলে পরিচয় দিয়েছিলেন।

সুভাষ কুমার ঘোষ বলেন, বন্দি আল আমিন লিটনের খালা পরিচয়ে সাক্ষাৎ করতে কারাগারে আসেন তসলিমা বেগম। সাক্ষাৎকক্ষে প্রবেশকালে গেটে তল্লাশি কাজে নিয়োজিত নারী কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে আনুমানিক ১১০ (একশত দশ) গ্রাম গাঁজা পায়। পরে নিয়ম অনুযায়ী উপস্থিত সবার সামনে সেই গাঁজা পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, সাক্ষাৎকক্ষে ওই নারীর কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় কারাগারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ খাবার
ইটনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh