• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে চোখ উপড়ানো তরুণের গলিত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫১
রাজধানীতে চোখ উপড়ানো তরুণের গলিত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলীর একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে ইমন হোসেন (২৬) নামের এক তরুণের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) তার মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, তরুণের এক চোখ উপড়ানো ও বুকে পোড়া চিহ্ন ছিল। তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

তিনি বলেন, মরদেহটি উদ্ধার হওয়ার পর নিহত ইমন হোসেনের পরিবার হত্যার অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তাকে হত্যা করা হয়েছে কিনা এখন সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে ইমনকে না পেয়ে পরদিন কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পুলিশ জানতে পারে ইমনের মুঠোফোনটি জুরাইন এলাকায় সচল। তবে কল দিলে কেউ রিসিভ করেন না। এর মধ্যে শুক্রবার আলমবাগে বাড়ির নিচতলার সিঁড়ির নিচে তার গলিত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে ইমনের পরিবার এসে মরদেহটি শনাক্ত করেছে। ইমনের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের গোমস্তাপুরে। বাবা শাহজাহান মিয়া ও মা লাইলী বেগম। দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন ইমন।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে ওঠার অপেক্ষায় ৬০ বছরের ‘তরুণী’!
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
রাজধানীতে বাসচাপায় নারী নিহত
রাজধানীর বনানীতে চলন্ত বাসে আগুন
X
Fresh