• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪
পাটুরিয়া-দৌলতদিয়া পারাপার ৭ শতাধিক
ঘাটের উভয় পাড়ে ফেরিপারের অপেক্ষায় থাকা যানবাহন, ছবি: সংগৃহীত

ঘনকুয়াশার কারণে দুই দফায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে ফেরিপারের অপেক্ষায় আছে ৭ শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে গতকাল (মঙ্গলবার) রাত ১১টা থেকে ১টা এবং ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এতে করে নৌরুটের উভয় ঘাট এলাকায় দীর্ঘ হতে থাকে অপেক্ষামান যানবাহনের সারি। সব শেষ নৌরুট পারের অপেক্ষায় ৭ শতাধিক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষমান যানবাহনের মধ্যে বেশিরভাগই হচ্ছে পণ্যবাহী ট্রাক।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, জরুরি পণ্যবাহী ট্রাক ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। পরে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহনগুলো পারাপার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
পি

মন্তব্য করুন

daraz
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
বঙ্গবন্ধু সেতুতে ৯ হাজার ৩২৪ মোটরসাইকেল পারাপার
ফুটওভার ব্রিজ রেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
X
Fresh