logo
  • ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২০, ৮ অগ্রহায়ণ ১৪২৭

অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ১০ নভেম্বর ২০১৯, ১২:২৩
অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় জারি করা বিপদ সংকেত কমার পর পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি অনুকূলে এলে আমরা লঞ্চ চলাচল শুরু করতে পারব। আশা করছি আগামীকাল আবহাওয়া পরিস্থিতি নৌযান চলাচলের অনুকূলেই থাকবে।’

ঘূর্ণিঝড় বুলবুল আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে শঙ্কা কেটে গেছে। মোংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় জারি হওয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে সবখানেই ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’নিয়ে সর্বশেষ বিফ্রিংয়ে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ। এছাড়া নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া বিশেষ বুলেটিনে বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা সমূহের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৪৭৩৪১ ৩৬২৪২৮ ৬৩৮৮
বিশ্ব ৫৮৬১২৯৯৫ ৪০৫৭৫৯৪৭ ১৩৮৮৭১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • জনদুর্ভোগ এর সর্বশেষ
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়