• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

পৌষের প্রথম বৃষ্টি, ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

গুড়ি গুড়ি বৃষ্টি তার সঙ্গে মৃদুমন্দ হাওয়া। পৌষ মাসের এ সময়ে শীতের আবহ না থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শীতের অনুভূতি বাড়িছে আজকের পৌষের প্রথম বৃষ্টি।

আজ (সোমবার) ভোর থেকে ঝির ঝির বৃষ্টি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার পরিমাণ বাড়তে থাকে। তবে অঝোরে বৃষ্টি হয়নি।

ছাতা বা রেনকোট ছাড়া যারা বের হয়েছে তারাই পড়েছেন বিড়ম্বনায়। বিশেষ করে মোটরসাইকেল যাত্রীরা। কাউকে ছাতা নিয়ে আবার কাউকে মাথায় পলিথিন দিয়ে চলাচল করতে দেখা গেছে। কেউ কেউ আবার ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে যাত্রী ছাউনিতে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, ঘূর্ণিঝড় পেথাইয়ের প্রভাবে রোববার মধ্যরাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।

এদিকে আগামী ২০ ডিসেম্বর থেকে দেশব্যাপী মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

সোমবার সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। এসময় ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় পেথাইয়ের প্রভাবে সারাদেশে ১৮ থেকে ২০ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আরএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দিনের মত স্বস্তির বৃষ্টি সিলেটে 
বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
চিফ হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি
X
Fresh