• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বন্যা পরিস্থিতি: ১০ জেলায় উন্নতি, ৮ জেলায় স্থিতিশীল

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৯:০২
Flood situation: Improvement in 10 districts, stable in 6 districts
১০ জেলায় উন্নতি ও ৮ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল, ছবি: সংগৃহীত

দেশের বন্যা পরিস্থিতি কোনো কোনো জেলায় উন্নতি হলেও বেশ কয়েকটি জেলায় অবনতি ঘটছে। বর্তমানে বন্যা আক্রান্ত ১৮ জেলার মধ্যে ১০ জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অন্যদিকে আট জেলায় স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির পাশাপাশি ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যাও স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

--------------------------------------------------------------
আরও পড়ুন: ফের গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি
--------------------------------------------------------------

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে ১৭টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার উপরে পানি রয়েছে ২৭টি স্টেশনে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত কক্সবাজারে ১০০, বান্দরবানে ৭৪, লামায় ৫৩, বরিশালে ৭৯, নাকুয়াগাঁওয়ে ৫৬ ও চট্টগ্রামে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ গ্রিনের
স্বাস্থ্যখাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ হবে : স্বাস্থ্যমন্ত্রী
হরতাল-অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি 
২৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
X
Fresh