• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বনের আদলে শহর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩২

চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে ফরেস্ট সিটি বানাতে যাচ্ছে। কী ব্যাপারটা ধরতে পারছেন না? সবুজ শহরের নাম আমরা সবাই শুনেছি। কিন্তু ফরেস্ট সিটি? সেটা আবার কী?

ফরেস্ট সিটি হচ্ছে এমন একটি শহর যার প্রত্যেকটি ভবনের কোনায় কোনায় গাছপালা লতাগুল্ম দিয়ে ভরা থাকবে। খবর ডেইলি মেইলের।

চীনের লিউঝু নামক এই শহরটি ৩০ হাজার মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। ২০২০ সালে শহরটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

দক্ষিণ চীনের গুয়াংশির পাহাড়ি অঞ্চলে লিউঝু নামক এলাকায় এই শহরটি নির্মাণ করা হবে। লিউঝিয়াং নদীর পাশে ১৭৫ হেক্টর জায়গার এই শহরটি গড়ে তোলা হবে। আর শহরে প্রবেশ করার জন্য দ্রুতগতির ট্রেন ও ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা থাকবে।

জিওথারমাল এনার্জি ও সোলার প্যানেলের মাধ্যমে প্রতিটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: দূষিত বায়ুর তালিকায় বাংলাদেশ দ্বিতীয়!
--------------------------------------------------------

এই প্রজেক্টটির অর্থায়নে আছে লিউঝু মিউনিসিপ্যালিটি আরবান প্ল্যানিং। আর এটির নকশা করেছে বিশ্বখ্যাত ইতালিয়ান স্থাপত্য প্রতিষ্ঠান স্টেফানি বোয়েরি।

স্থাপত্য প্রতিষ্ঠানটি জানায়, শহরে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্রসহ দুইটি বিদ্যালয় ও একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তারা বলছে, শহরে মোট ৪০ হাজার গাছপালা থাকবে। আর ভবনগুলোর ভেতর ১০০ প্রজাতির ১০ লাখ গুল্মজাতীয় গাছ থাকবে। ফলে ওই এলাকায় বাতাসের ঘনত্ব বেড়ে যাওয়া ছাড়াও শব্দদূষনরোধী প্রাচীর বা নয়েজ ব্যারিয়ার তৈরি হবে। একইসঙ্গে নানা প্রজাতির পশুপাখি ও পোকামাকড়ের থাকার জায়গা নিশ্চিত করার মাধ্যমে এলাকাটির জীববৈচিত্র্য বজায় রাখার ব্যবস্থা করা হবে।

এছাড়া এসব গাছপালা বছরে প্রায় ১০ হাজার টন কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। আর ৯শ’ টনের মতো অক্সিজেন উৎপাদন করবে।

আরও পড়ুন:

কেএইচ/এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এসটিপি প্ল্যান্ট ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না’
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের
গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে আমেরিকা
X
Fresh