• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্কতা সংকেত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:০০

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম থেকে এক হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা থেকে এক হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে এক হাজার ৩৩৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিম্নচাপ কেন্দ্র এলাকায় সাগর উত্তাল রয়েছে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল যে, বছরের শেষ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা আছে।

এন/এমকে

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ নাবিক জীবিত উদ্ধার, নিখোঁজ ১
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে, হতে পারে ঘূর্ণিঝড়
৪ দিন সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার
X
Fresh