• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৬:০৯
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রাও।

বুধবার (১২ জানুয়ারি) এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

। এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি হয় বৃষ্টি হয়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়োহাওয়া বয়ে গেছে।

এমএন/টিআই

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রাও।

বুধবার (১২ জানুয়ারি) এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি হয় বৃষ্টি হয়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়োহাওয়া বয়ে গেছে।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 
চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
ঝড়ের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
X
Fresh